কক্সবাজারে বিএনপির আরো ৩ কমিটি বিলুপ্ত
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজার পৌরসভা, সদর ও রামু উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না এ সব কমিটি বাতিল করে আহ্বায়ক কমিটি অনুমোদন দেন।
এর আগে বুধবার (১১ ডিসেম্বর) জেলার চকরিয়া, কুতুবদিয়া ও উখিয়া উপজেলা কমিটিও বিলুপ্ত করা হয়। একইদিন কুতুবদিয়া ও উখিয়ায় আহ্বায়ক কমিটি অনুমোদন দিলেও চকরিয়ায় কমিটি ঘোষণা করা হয়নি।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ইউসুফ বদরী জানান, মেয়াদোত্তীর্ণ হওয়ায় কক্সবাজার পৌরসভা, কক্সবাজার সদর ও রামু উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে তিনটি শাখাতেই ৭ সদস্য করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কক্সবাজার পৌরসভায় রফিকুল হুদা চৌধুরীকে আহ্বায়ক ও মোহাম্মদ আবুল কাসেমকে সদস্য সচিব করা হয়েছে। কক্সবাজার সদর উপজেলা আবদুল মাবুদকে আহ্বায়ক ও সৈয়দ নূরকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও রামু উপজেলায় মোক্তার আহমদকে আহ্বায়ক ও আবুল বশর বাবুকে সদস্য সচিব করা হয়েছে।
ইউসুফ বদরী জানান, নবগঠিত আহ্বায়ক কমিটিগুলোকে আগামী এক মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিলের আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকা/তারেকুর/বকুল