ঢাকা     বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

ছাত্র আন্দোলনে নিহত: কুষ্টিয়ায় ইউপি চেয়ারম‌্যান গ্রেপ্তার

কু‌ষ্টিয়া প্রতি‌নি‌ধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪১, ১২ ডিসেম্বর ২০২৪  
ছাত্র আন্দোলনে নিহত: কুষ্টিয়ায় ইউপি চেয়ারম‌্যান গ্রেপ্তার

ইউপি চেয়ারম‌্যান মিজানুর রহমান

কু‌ষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আশরাফুল ইসলাম হত্যা মামলায় সদর উপ‌জেলার বট‌তৈল ইউনিয়ন প‌রিষদের (ইউপি) চেয়ারম‌্যান মিজানুর রহমান ওর‌ফে মিন্টু ফ‌কিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল ৩টার দি‌কে বট‌তৈল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তা‌রের পর আদাল‌তের মাধ‌্যমে তা‌কে কারাগারে পাঠা‌নো হ‌য়ে‌ছে। কু‌ষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান‌ শিহাব এ তথ‌্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বা‌ড়ি ফেরার সময় শহ‌রের বকচত্বর এলাকায় গুলিতে নিহত হন রঙ মিস্ত্রী আশরাফুল ইসলাম। এ ঘটনায় গত ২০ আগস্ট নিহ‌তের স্ত্রী লাবণী আক্তার ইতি বাদী হয়ে কু‌ষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হা‌নিফ, তার চাচা‌তে ভাই কু‌ষ্টিয়া সদর উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লী‌গের সি‌নিয়র সহ-সভাপ‌তি হাজী র‌বিউল ইসলামসহ ২৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৫০ থে‌কে ৬০ জনকে আসামি করা হয়। ওই মামলায় স‌ন্দিগ্ধ আসামি হি‌সে‌বে ইউপি চেয়ারম‌্যান‌ মিন্টু ফকিরকে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে।

আরো পড়ুন:

স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, মিন্টু ফকির গত ইউনিয়ন প‌রিষদ নির্বাচ‌নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হ‌য়ে চেয়ারম‌্যান নির্বা‌চিত হ‌ন।

কু‌ষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, সু‌নি‌র্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মিন্টু ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে। তি‌নি ৫ আগস্ট বৈষম‌্যবি‌রোধী ছাত্র আন্দোল‌নে নিহ‌তের ঘটনায় ২১ নম্বর আসামি। ওই মামলায় তা‌কে আদাল‌তের মাধ‌্যমে‌ কারাগা‌রে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

ঢাকা/কাঞ্চন/বকুল


সর্বশেষ

পাঠকপ্রিয়