ঢাকা     শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

বরগুনায় রাষ্ট্রদ্রোহ মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৫, ১২ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২১:৫৪, ১২ ডিসেম্বর ২০২৪
বরগুনায় রাষ্ট্রদ্রোহ মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

আব্বাস হোসেন মন্টু মোল্লা

বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেযারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে সদরের গৌরিচন্না এলাকার নিজ বাসা থেকে তাকে আটকের পর তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

গত ১২ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির ফোনালাপ করে ‘আপা ঘাবরাইয়েন না, আমরা শক্ত আছি’ এমন কথা বলে প্রতি-বিপ্লব করার পাঁয়তারার অভিযোগে বরগুনা সদর থানায় সাব ইন্সপেক্টর মো. শামীম বাদী হয়ে রাষ্ট্রদ্রোহ মামলা করেন।

আরো পড়ুন:

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, রাষ্ট্রদ্রোহ মামলায় আব্বাস হোসেন মন্টু মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় এখনও অনেক আসামি পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
 

ঢাকা/ইমরান/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়