ঢাকা     শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

রাজশাহী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ১৩ ডিসেম্বর ২০২৪  
রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

রাজশাহীতে বইতে শুরু করেছে মৃদু শৈত্যপ্রবাহ। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এটিই এবারের শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। 

এর আগে বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ২২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। শুক্রবার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। এর ফলে উত্তরের এই জেলায় শীত আরও বেড়ে গেছে। 

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, “তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। সে অনুযায়ী আজ (শুক্রবার) থেকে রাজশাহীতে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এটি কয়দিন থাকবে তা বলা যাচ্ছে না।” 

এদিকে শীত বেড়ে যাওয়ায় প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না মানুষ। ফলে শহরের রাস্তাঘাটেও মানুষের চলাচল কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে। ভোরে সূর্য উঠতে দেরি করায় কুয়াশার ভেতর খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে নিম্ন আয়ের মানুষকে। 

তবে শীতবস্ত্র নিয়ে এখনো সেভাবে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে না কাউকে। শীত বেড়ে যাওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বেড়েছে শীত জনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। শীতের কারণে মাঠে মাঠে রবিশস্যেরও ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। 

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে ছালমা বলেন, “কিছু ফসল আছে যেগুলো শীত মৌসুমের জন্যই। শীতের কারণে সেসবের তেমন একটা ক্ষতি হবে না। তারপরও কিছু কিছু ফসলের ক্ষতি হতে পারে। এ জন্য আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সারাক্ষণ মাঠে থাকছেন। কৃষকদের সব ধরনের পরামর্শ দিচ্ছেন, যাতে ক্ষতি এড়ানো যায়।”

ঢাকা/কেয়া/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়