টুঙ্গিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল শিকদার (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা পূর্বপাড়া বিএডিসি সেচ প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহেল টুঙ্গিপাড়া পৌরসভার গিমাডাঙ্গা ৭ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেন শিকদারের ছেলে। টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘স্থানীয়রা এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি করতে এসে দুর্ঘটনায় ওই যুবক মারা গেছেন।’’
ঢাকা/বাদল/রাজীব