ঢাকা     শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

সেই ইউএনওকে স্বপদে বহাল রাখার দাবিতে বিএনপি-জামায়াতের মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ১৩ ডিসেম্বর ২০২৪  
সেই ইউএনওকে স্বপদে বহাল রাখার দাবিতে বিএনপি-জামায়াতের মানববন্ধন

ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুনকে স্বপদে বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছেন উপজেলা বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন- সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদিউজ্জামান, যুগ্ম আহ্বায়ক বাহালুল মাতুব্বর, সদস্যসচিব তরিকুল ইসলাম কবির, জামায়াতে ইসলামী সদরপুর শাখার আমির দেলোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা দাবি করেন, ইউএনও আল মামুনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট।

উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদিউজ্জামান বলেন, ‘‘ইউএনওর বিরুদ্ধে যে মিথ্যা চার্জ করা হয়েছে, উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে তার প্রত্যাহারাদেশ প্রত্যাহার করে কর্মস্থলে স্বপদে বহাল রাখার অনুরোধ জানাই।’’

সদস্যসচিব তরিকুল ইসলাম কবির ইউএনও আল মামুনকে ‘খুব ভালো’ লোক সম্বোধন করে বলেন, ‘‘ইউএনওর ওই দিনের সভায় আমিও উপস্থিত ছিলাম। তিনি এমন কোনো মন্তব্য করেননি।’’

এর আগে, গত বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে সভায় সদরপুরের ইউএনও আল মামুন ‘আওয়ামী লীগ উইল বি কাম ব্যাক, টুডে অর টুমরো (আওয়ামী লীগ ফিরে আসবে, আজ অথবা আগামীকাল)’– এমন মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠে।

এই অভিযোগে ইউএনও আল মামুনকে মৌখিকভাবে (তাৎক্ষণিক) প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন: ‘আ.লীগ ফিরে আসবে’ বলার অভিযোগে ইউএনওকে প্রত্যাহারের নির্দেশ

ঢাকা/তামিম/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়