ঢাকা     রোববার   ২৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৪ ১৪৩২

১৭ বছর পর গোপালগঞ্জে বিএনপির কার্যালয় উদ্বোধন

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৬, ১৩ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৫:২০, ১৩ ডিসেম্বর ২০২৪
১৭ বছর পর গোপালগঞ্জে বিএনপির কার্যালয় উদ্বোধন

১৭ বছর পর গোপালগঞ্জে বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে শহরের গেটপাড়ায় এ অফিসের উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ।

বিএনপির কার্যালয় উদ্বোধনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি নেতা আজিজুর রহমান বেনো, কেন্দ্রীয় ওলামা দল নেতা মো. ওমর ফারুক, আলমগীর হোসেন, খায়রুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন।

জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ‘‘২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গোপালগঞ্জে জেলা বিএনপির কোনো কার্যালয় রাখা সম্ভব হয়নি। গত ১৬ বছর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতন করা হয়েছে। এই কার্যালয় উদ্বোধনের মাধ্যমে গোপালগঞ্জে বিএনপির দলীয় কর্মকাণ্ড আরো বেগবান হবে।’’

উল্লেখ্য, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পরপরই গোপালগঞ্জ থেকে বিএপির অফিস বিলুপ্ত হয়েছিল।

ঢাকা/বাদল/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়