তাহেরি ভক্তের ঢিলে আহত পুলিশ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আহত এসআই বাবুল
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাহফিল শেষে পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করেছে গিয়াস উদ্দিন আদ তাহরির এক কিশোর ভক্ত। এ ঘটনায় বাবুল নামে এক এসআই আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার নিলাখাদ এলাকায় ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন।
আহত এসআই বাবুল জানান, আজ বিকেলে উপজেলার নিলাখাদ এলাকায় একটি ওয়াজ মাহফিল চলছিল। সেখানে ওয়াজ করছিলেন গিয়াস উদ্দিন আদ তাহেরি। মাহফিল তাড়াতাড়ি শেষ করার কথা বলে তিনিসহ পুলিশ সদস্যরা চলে আসেন। এরই মধ্যে তাদের ওপর হামলা হয়।
আখাউড়া থানার ওসি ছমিউদ্দিন বলেন, “মাহফিলের অনুমতি না থাকার কথা বলে পুলিশ চলে আসে। এরই মধ্যে মাহফিল শেষ হয়। পরে এক কিশোরের ছুঁড়া ঢিলের আঘাতে পুলিশ সদস্য আহত হন।”
ঢাকা/মাইনুদ্দীন/মাসুদ