ঢাকা     শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩১

সিলেটে আ.লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৭, ১৩ ডিসেম্বর ২০২৪  
সিলেটে আ.লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা গ্রেপ্তার

সিলেটের বিশ্বনাথ উপজেলা থেকে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  তাদের আদালতের মাধ্যমে শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।

আজ সকালে আসামিদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান বিশ্বনাথ থানার ওসি রুবেল মিয়া। 

গ্রেপ্তারকৃতরা হলেন- বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক ও বিদায়সুল গ্রামের রিয়াজ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৫০), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও সরিষপুর গ্রামের জদু মিয়ার ছেলে রফিক মিয়া (৪০) এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক ও জানাইয়া (মশুলা) গ্রামের আবুল কালামের ছেলে  শামিম আহমদ (৩২)।

আরো পড়ুন:

বিশ্বনাথ থানার ওসি রুবেল মিয়া জানান, গত  ৪ আগস্ট বিশ্বনাথ পৌর শহরে জামায়াত নেতা আমজাদ আলীর ওপর হামলা হয়। সেসময় তার মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এছাড়া মার্কেটে হামলা করেন স্থানীয় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। পরে তাদের বিরুদ্ধে মামলা হয়। গ্রেপ্তারকৃতরা এই মামলাসহ একাধিক মামলার আসামি। আজ বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকা/নূর/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়