ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চবির ২ শিক্ষার্থীর ওপর হামলা, প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৭, ১৩ ডিসেম্বর ২০২৪  
চবির ২ শিক্ষার্থীর ওপর হামলা, প্রতিবাদে বিক্ষোভ

দুই শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে শুক্রবার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে দুই নবীন শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ে প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, “অপরাধী যেই হোক তাদের রবিবারের মধ্যেই শনাক্ত করার চেষ্টা করব। আইনের আওতায় এনে অবশ্যই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করব।” 

আরো পড়ুন:

জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থীর ওপর হামলা হয়। মুখোশ পরিহিত কয়েকজন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের সামনে মহিবুল ইসলাম মহিব এবং নীরব আহমেদ নামে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এই ঘটনার প্রতিবাদে এবং  হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে আজ বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

বিক্ষোভে অংশ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহবুবুর রহমান সোহাগ বলেন, “নবীনরা ক্যাম্পাসে এসেছে মাত্র কয়েক মাস হয়েছে, অথচ গতকাল রাতে নবীন দুজন শিক্ষার্থী হামলার শিকার হয়েছেন। এভাবে তাদের কাছে ক্যাম্পাসকে সন্ত্রাসীর আঙিনা হিসেবে পরিচয় করিয়ে দিতে চায় একটি গ্রুপ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি, তাদেরকে দ্রুত শনাক্ত করে বিচার করুন।”

ঢাকা/রেজাউল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়