চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৮.৭ ডিগ্রি সেলসিয়াস
চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা ক্রমেই কমতে শুরু করায় শীতের তীব্রতা বেড়ে গেছে। সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশার মাত্রা বাড়ছে ।
শীত থেকে বাঁচতে অনেকেই খড়-খুটো জ্বেলে শীত নিবারণের চেষ্টা করছেন। শীতের কারণে নিম্ন আয়ের মানুষ ও দিন মজুরেরা কাজে বের হতে না পারায় কষ্টে দিন পার করছে।
শনিবার (১৪ ডিসেম্বর) জেলা আবহাওয়া দপ্তরের পর্যবেক্ষক রাকিবুল ইসলাম জানান, সকাল ৯টায় জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস।
সর্বনিম্ন তাপমাত্রা থাকায় জেলার ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ কষ্টে আছে। অন্যদিকে শিশু ও বয়স্ক মানুষ শীতজনিত রোগে আক্রান্ত হয়ে জেলার হাসপাতালগুলোতে ভিড় করছে। অতিরিক্ত রোগী সামলাতে চিকিৎসকদেরকে হিমসিম খেতে হচ্ছে।
জেলার শীতার্ত মানুষের মাঝে প্রায় ১৫ লাখ টাকার কম্বল বিতরণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসকের দপ্তর।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জহুরুল ইসলাম জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দপ্তর থেকে শীতার্ত মানুষের জন্য ১০ হাজার কম্বল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রতি উপজেলার শীতার্ত মানুষের কম্বল ক্রয় বাবদ ৩ লাখ করে ১২ লাখ টাকার বরাদ্দ পেয়েছেন। আগামী সোমবার (১৬ ডিসেম্বর) এর মধ্যে শীতার্তদের মাঝে কম্বল করে বিতরণ করা হবে।
ঢাকা/মামুন/টিপু