ময়মনসিংহে যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ভালুকায় শনিবার দুপুরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে কয়েকটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেওয়া হয়
ময়মনসিংহের ভালুকায় ঝুট ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এসময় কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষ চলাকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে।
ময়মনসিংহের পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম বলেন, “স্কয়ার মাস্টারবাড়ি মায়ের মসজিদ এলাকায় রাইদা কালেকশন নামের একটি কারখানার ঝুট ব্যবসায় আধিপত্য বিস্তার নিয়ে যুবদল নেতা জিয়া ও সিডস্টোর এলাকার যুবদল নেতা শামীম গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় দুই গ্রুপের একাধিক লোক আহত হন।”
তিনি আরো বলেন, “সংঘর্ষ চলাকালে কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
আহতরা হলেন- জুয়েল ঢালী (৩২), মোবারক (৩০), জুনায়েদ (২৮), রফিকুল (৩০), মজিবুর রহমান (৫০), আনোয়ার (৩০), শাহিন আলম (৪৫), ফারুক (২৮) ও নাম না জানা দুইজন।
ভালুকা মডেল থানার ওসি শামসুল হুদা খান জানান, আগুনে পুড়িয়ে দেওয়া মোটরসাইকেলগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন। এখনো কাউকে আটক করা হয়নি।
ঢাকা/মিলন/মাসুদ