ট্রেনের ধাক্কায় সেতু থেকে নদীতে পড়ে মৃত্যু
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ছবি সংগৃহীত
নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় রেলসেতু থেকে নদীতে পড়ে আজাদ সরদার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার মাধনগর-বিরকুৎসা রেলওয়ে স্টেশনের মাঝে কুচিয়ামারা ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মাধনগর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. মমিন উদ্দিন প্রাং মৃত্যুর তথ্য জানিয়েছেন।
নিহত আজাদ সরকারের বাড়ি উপজেলার পূর্ব মাধনগর গ্রামে।
স্থানীয় বাসিন্দা শাহরিয়ার বলেন, আজাদ সরকার আজ বিকেল ৫টার দিকে রেলসেতু পার হচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে চিলাহাটিগামী বরেন্দ্র আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি ব্রিজ থেকে নদীতে পরে যান। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
ঢাকা/আরিফুল/মাসুদ