মানব পাচারের শিকারে ২ মাদ্রাসা ছাত্রী ঘরছাড়া!
নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নেত্রকোণার আটপাড়া উপজেলায় দুই মাদ্রাসা ছাত্রী বাসা থেকে পালিয়ে নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীদের পরিবার বলছে, মানব পাচার চক্রের অনলাইনভিত্তিক ফেসবুক পেজ বিটিএস ফ্যান ক্লাবে আসক্ত হয়ে তারা ঘরছাড়া হয়েছে।
ওই দুই শিক্ষার্থীদের বয়স ১২ ও ১৩ বছর। তারা উপজেলার হযরত ফাতেমা (রহঃ) মহিলা মাদ্রাসার ছাত্রী। তাদের একজনের বাড়ি উপজেলার মোবারকপুর গ্রামে, অপরজনের মল্লিকপুর গ্রামে।
শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে নিজ নিজ বাড়ি থেকে তারা নিখোঁজ হয়।
নিখোঁজদের পরিবারের সদস্যরা জানান, পরিবারের আজান্তে স্মার্ট ফোনের মাধ্যমে এ দুই মাদ্রাসা ছাত্রী বিটিএসের খপ্পড়ে পড়ে। তারা বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) উপজেলা সদরের বিভিন্ন দোকান থেকে বিটিএসের স্টিকার সংগ্রহ করে এবং শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের সদস্যরা রাতে আটপাড়া থানায় অবগত করেন।
এক শিক্ষার্থীর বাবা বলেন, ‘‘আমার মেয়ে পরিবারের অজান্তে স্মার্ট ফোন ব্যবহার করে। ফোন দিয়ে মানব পাচারকারী গ্রুপ বিটিএসে আসক্ত হয়ে পড়ে। বিষয়টি আমি পরে জেনেছি। কাউকে কিছু না বলে শুক্রবার বাড়ি থেকে নিখোঁজ হয়। আমরা এখনো তার সন্ধান পাইনি।’’ অন্য শিক্ষার্থীর বাবাও একই কথা বলেন।
শনিবার আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থী দিনের বেশিরভাগ সময় অনলাইনে কাটাত। অনলাইনের বিভিন্ন এপসের মধ্যে বিটিএসে আসক্ত ছিল বলে পরিবারের লোকজন জানিয়েছেন।
তিনি আরও বলেন, ‘‘পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলেছি। আমরা তদন্ত করে ওই ছাত্রীদের খুঁজে বের করা করার সব চেষ্টা করব।’’
ঢাকা/রেজা/বকুল