ঢাকা     রোববার   ১৫ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩১

জিএম কাদেরসহ ১৪৫ জনের নামে সিদ্ধিরগঞ্জে মামলা

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৩, ১৪ ডিসেম্বর ২০২৪  
জিএম কাদেরসহ ১৪৫ জনের নামে সিদ্ধিরগঞ্জে মামলা

জিএম কাদের। ফাইল ফটো

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আরিফ মিয়া আহতের ঘটনায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু এবং নারায়ণগঞ্জে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ১৪৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়েছে। এ মামলায় নাম না জানা আসামি করা হয়েছে ৪০০ জনকে।

গতকাল শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি হয়। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনূর আলম। 

ওসি শাহীনূর আলম জানান, মামলার বাদী ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের আরিফ মিয়া (৩২)। নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালতে মামলার আবেদন করেন তিনি। আদালতের নির্দেশনায় মামলাটি রেকর্ড করা হয়।

আরো পড়ুন:

মামলায় বাদী অভিযোগ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ১৯ জুলাই সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় গুলিবিদ্ধ হন আরিফ মিয়া। হাটু ও শরীরের কয়েকটি স্থানে গুলি লাগার পর তিনি অচেতন হয়ে রাস্তায় পড়েছিলেন। স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে তার অস্ত্রোপচার হয়।

ঢাকা/অনিক/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়