ঢাকা     রোববার   ১৫ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩১

কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ আটক ৩

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩০, ১৫ ডিসেম্বর ২০২৪  
কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ আটক ৩

কুষ্টিয়ার দৌলতপুরে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ তিন জনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার দূর্বাচারা এলাকার আতিকুজ্জামান (৩২), আবু জাফর (৩২) ও রাসেল হোসেন (২৫)।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা বলেন, ‘‘শনিবার বিকেলে জয়রামপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি অটোরিকশায় থাকা তিন যুবককে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার তাদের কারাগারে পাঠানো হবে।’’

আরো পড়ুন:

ঢাকা/কাঞ্চন/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়