রাতে শীতবস্ত্র নিয়ে শীতার্তদের পাশে ইউএনও ফাতেমা খাতুন
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শীতার্তদের পাশে ইউএনও মোছা. ফাতেমা খাতুন
উত্তরবঙ্গে জেঁকে বসেছে শীত। তীব্র শীতে কাঁপছে দিনাজপুরের পার্বতীপুরের ছিন্নমূলরা। রাতের আঁধারে বিভিন্ন স্থানে এসব অসহায় শীতার্তদের পাশে শীতবস্ত্র নিয়ে ছুটে গেলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. ফাতেমা খাতুন।
শনিবার (১৪ ডিসেম্বর) রাতে পার্বতীপুর রেলস্টেশনসহ শহরের বিভিন্ন স্থানে অসহায়দের গায়ে শীতবস্ত্র পরিয়ে দেন তিনি।
ইউএনও মোছা. ফাতেমা খাতুন বলেন, “বেশ কয়েকদিন থেকে এই অঞ্চলে শীতের তীব্রতা বেড়েছে। জেলায় ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। প্রচণ্ড শীতে বিপর্যস্ত এলাকার জনজীবন। বিশেষ করে কনকনে হাড়কাঁপানো শীতে কাবু হচ্ছে ছিন্নমূল মানুষ। তাই পার্বতীপুর রেলস্টেশনসহ শহরের বিভিন্ন স্থানে অবস্থানরত ছিন্নমূলদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। প্রায় শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শীতার্তদের মাঝে আমাদের এই শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে।”
ঢাকা/মোসলেম/টিপু