নড়াইলের বীর মুক্তিযোদ্ধা ‘বেদুইন সাত্তার’ মারা গেছেন
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মোল্যা ওরফে ‘বেদুইন সাত্তার’
নড়াইলের কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মোল্যা ওরফে ‘বেদুইন সাত্তার’ মারা গেছেন।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার সেজো ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম হিরোক জানান, মৃত্যুকালে এই বীর মুক্তিযোদ্ধার বয়স হয়েছিল ৯৬ বছর।
কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের স্থানীয় মাতব্বর এবং ব্রিটিশ আন্দোলনের নেতা নোয়াই মোল্যার ছেলে আব্দুস সাত্তার মোল্যা। ১৯৪৯ সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার সময় থেকেই রাজনীতিতে যুক্ত হয়ে বঙ্গবন্ধুর ভক্ত হয়ে যান। ১৯৬০ সালে বঙ্গবন্ধু তাকে নড়াইল সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন। সেই সময় থেকেই যেখানেই বঙ্গবন্ধুর সভা সেখানেই ছুটে যেতেন, সেটি খুলনা হোক অথবা চট্টগ্রাম কোনো কিছুই তাকে থামিয়ে রাখতে পারতো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে ভালোবেসে ১৯৭৩ সালে খুলনার সার্কিট হাউজ মাঠে এক জনসভায় তার নাম দেন ‘বেদুইন সাত্তার’।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে এই কথা তিনি মহকুমা শহর নড়াইলে এসে জানতে পারেন ১৬ আগস্ট সকালে। পরদিনই পত্রিকায় সে খবর ছাপা হয়, তিনি জানতে পারেন নিজের বাড়ির সিঁড়িতেই বুলেটে শেষ হয়েছেন বঙ্গবন্ধু। সিঁড়িতে খালি পায়ে বঙ্গবন্ধুর লাশ পড়ে থাকার কাহিনী শুনে প্রতিজ্ঞা করেন জীবনে আর স্যান্ডেল পায়ে দেবেন না। যেমন প্রতিজ্ঞা তেমনই কাজ, এরপর থেকে খালি পায়ে হেঁটে বেড়াতেন ‘বেদুইন সাত্তার’। ২০১০ সালে ৩৫ বছর পরে স্যান্ডেল পায়ে দেন এই বঙ্গবন্ধু ভক্ত।
পরিবার থেকে জানানো হয়েছে, রোববার (১৫ ডিসেম্বর) বাদ জোহর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ঢাকা/শরিফুল/টিপু