ঢাকা     রোববার   ১৫ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩১

সিলেটের কোম্পানীগঞ্জে ফোন চার্জ দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ৪০

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ১৫ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৩:২২, ১৫ ডিসেম্বর ২০২৪
সিলেটের কোম্পানীগঞ্জে ফোন চার্জ দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ৪০

সংঘর্ষ চলাকালে পুড়িয়ে দেওয়া দুটি মোটরসাইকেল

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার থানাবাজার এলাকায় মোবাইল ফোন চার্জ দেওয়া নিয়ে বাগবিতণ্ডা থেকে সংঘর্ষের ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। 

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত কোম্পানীগঞ্জ থানার সদর পয়েন্টে এ সংঘর্ষ চলে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। জানিয়েছেন, কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান।

স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় ওই উপজেলার বর্ণি গ্রামের এক ব্যক্তির মোবাইল চার্জ দেওয়া নিয়ে কাঁঠালবাড়ী গ্রামের অপর একজনের তর্কাতর্কি হয়। ওই ঘটনার জেরে এক পক্ষের লোকজন বর্ণি সড়কে গাড়ি আটক করে। পরে থানা সদরে কোম্পানীগঞ্জ, বর্ণি ও কাঁঠালবাড়ী গ্রামের লোকজনের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে অন্তত ৪০ জন আহত হয়। একই সময় বিভিন্ন দোকানপাট ভাঙচুর ছাড়াও দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। আহতদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুড়ে যাওয়া মোটরসাইকেল দুটি লম্বাকান্দি গ্রামের শাহজাহানের পুত্র মোহাম্মদ আলী জিন্নাহ ও শওকত আলীর পুত্র জসিম উদ্দিনের।

ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, বর্তমানে ওই এলাকার পরিবেশ শান্ত রয়েছে। পুলিশ মোতায়েন রয়েছে।

ঢাকা/নুর/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়