ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

নড়াইলে আ.লীগের ১৮ নেতাকর্মী কারাগারে

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ১৫ ডিসেম্বর ২০২৪  
নড়াইলে আ.লীগের ১৮ নেতাকর্মী কারাগারে

আওয়ামী লীগের নেতাকর্মীদের কারাগারে নেওয়া হয়

নড়াইলে নাশকতার মামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেবাশিষ কুন্ডু মিটুল, কলোড়া ইউনিয়নের চেয়ারম্যান আশিষ কুমার বিশ্বাসসহ ১৮ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হাদিউজ্জামান এ আদেশ দেন। গত ১০ সেপ্টেম্বর রাতে নাশকতার মামলা দায়ের করেন সদর উপজেলার বাহির গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা আল মুজাহিদুর রহমান পলাশ।

মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে আসামিরা রামদা, লাঠি, ছোরা, শর্টগান, বন্দুক, পিস্তল ও হাতবোমা নিয়ে জেলা শহরের চৌরাস্তা থেকে চিত্রা নদীর পূর্ব পাড় পর্যন্ত বেআইনি সমাবেশ করেন। ওই সময় নাকশী বাজার হতে মালিবাগ হয়ে বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্র-জনতা শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে মিছিল নিয়ে শহর অভিমুখের শেখ রাসেল সেতুর পূর্ব পর্যন্ত পৌঁছালে আসামিরা তাতে গুলি করে। এ সময় গুলিতে সদর উপজেলার পলইডাঙ্গা গ্রামের শফিকুল ইসলাম গুরুতর জখম হয়। এছাড়া বোমা এবং ইটপাটকেলের আঘাতে অনেকে আহত হয়।

আরো পড়ুন:

নড়াইল জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হাফিজুর রহমান বলেন, আসামিরা উচ্চ আদালতের জামিনে ছিলেন। আজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

তিনি আরও বলেন, ওই মামলায় সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মর্তুজাসহ ৯০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করা হয়।
 

ঢাকা/শরিফুল/বকুল


সর্বশেষ

পাঠকপ্রিয়