হাসপাতাল থেকে পালালেন বিস্ফোরণে আহত ‘ককটেল কারিগর’
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বিস্ফোরণে আহত ককটেল কারিগর হিসেবে পরিচিত হাফিজুর রহমান ওরফে সুরুজ
চাঁপাইনবাবগঞ্জে ছাদে শুকাতে দেওয়া ককটেলের বিস্ফোরণে আহত এর ‘কারিগর’ হাফিজুর রহমান ওরফে সুরুজ (৩৫) হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ছিলেন অর্থোপেডিক্স বিভাগের ৩১ নম্বর ওয়ার্ডে। রবিবার (১৫ ডিসেম্বর) সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
ওয়ার্ডের একজন নার্সিং কর্মকর্তা বলেন, ‘‘অনেক সময় পুলিশ কেসের রোগীরা কাউকে না জানিয়েই গোপনে চলে যান। তারা বাইরে কোনো বেসরকারি হাসপাতাল কিংবা ক্লিনিকে গোপনে চিকিৎসা নেন। সুরুজের বিষয়টিও সেই রকম হতে পারে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’’
সুরুজের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের পেঁচিপাড়া গ্রামে। গত শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে ছাদে শুকাতে দেওয়া ককটেলের বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর থেকে পরিবারের পুরুষ সদস্যরা পলাতক রয়েছেন। ককটেল বিস্ফোরণের আলামতও পানি দিয়ে ধুয়ে-মুছে গায়েব করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয়রা জানান, সুরুজ আওয়ামী লীগের সমর্থক। তিনি ককটেলের কারিগর। অনেক দিন আগে তৈরি করা ককটেল শুকিয়ে নিতে রোদে দেওয়া হয়েছিল। শুকানোর পর সুরুজ ককটেলগুলো ব্যাগে ভরছিলেন। তখনই বিস্ফোরণ ঘটে। তিনি ঝলসে যান। স্থানীয়দের ধারণা, নাশকতামূলক কোনো কর্মকাণ্ডের জন্যই ককটেল প্রস্তুত করা হচ্ছিল।
রবিবার সকালে রামেক হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডের সবগুলো বিভাগ এবং বাইরের বারান্দায় খুঁজে রোগী সুরুজকে পাওয়া যায়নি। নার্সেস স্টেশন থেকে একজন নার্সিং কর্মকর্তাও তাকে খুঁজে পাননি। খাতাপত্র দেখে ওই কর্মকর্তা জানান, খাতাপত্রে ভর্তি থাকা রোগী হিসেবে সুরুজের নাম লেখা আছে। তাকে কোথাও স্থানান্তর করা হয়নি। আবার ছাড়পত্রও দেওয়া হয়নি। সেই অনুযায়ী তিনি হাসপাতালে ভর্তিই আছেন। কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, ‘‘এত বড় হাসপাতালে আসলে সব রোগীকে দেখে রাখা সম্ভব হয় না। কেউ ছুটি না নিয়ে গোপনে পালিয়ে গেলে আমাদের কিছু করার থাকে না। যারা এভাবে পালিয়ে যায়, তাদের কোনো না কোনো অসৎ উদ্দেশ্য থাকে।’’
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, ‘‘আমরা সুরুজকে খুঁজছি। তাকে অবশ্যই ধরব। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন, এটা জানতাম না। পালিয়ে গেছে কি-না সেটাও জানি না। তবে তার বাড়িতে কোনো পুরুষ নেই।’’
ওসি জানান, ককটেল বিস্ফোরণের ওই ঘটনায় থানায় এখনও মামলা হয়নি। পরিবারের কাউকে পেলে জিজ্ঞাসাবাদ এবং প্রাথমিক তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/কেয়া/বকুল