ঢাকা     সোমবার   ১৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১ ১৪৩১

পিরোজপুরে ৫ আ.লীগ নেতা গ্রেপ্তার 

পিরোজপুর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৩, ১৫ ডিসেম্বর ২০২৪  
পিরোজপুরে ৫ আ.লীগ নেতা গ্রেপ্তার 

গ্রেপ্তার ৫ আওয়ামী লীগ নেতা

পিরোজপুরের নাজিরপুরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান শেখসহ (৬৫) পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে নাজিরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের উপজেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা অন্যরা হলেন, উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টু ফকির (৫২), শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার (৬০), শেখমাটিয়া গ্রামের কামরুজ্জামান গাজী (৫২) ও দেউলবাড়ী দোবরা  ইউনিয়নের মুনিরাবাদ গ্রামের জাহাঙ্গির আলম গাজী (৫০)।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ বলেন, গ্রেপ্তাররা উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা। তাদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতায় মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

আরো পড়ুন:

গ্রেপ্তার কামরুজ্জামান মিন্টু ফকিরের বড় ভাই বিএনপি নেতা মানিক ফকির বলেন, তার ভাই আওয়ামী লীগ করলেও সুস্থ রাজনীতি করেছেন। থানা পুলিশ তাকে ডেকে নিয়ে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়ে দিয়েছে।

ঢাকা/তাওহিদুল/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়