যুবলীগনেতার তেলের পাম্পের ট্যাংকে শিশুর মরদেহ, বিস্ফোরণে আহত ৫
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রোববার রাতে ফায়ার সার্ভিসের কর্মীদের কয়েক ঘণ্টার প্রচেষ্টায় জুনায়েদের মরদেহ উদ্ধার করা হয়
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় একটি ফিলিং স্টেশনের পরিত্যক্ত তেলের ট্যাংক থেকে জুনায়েদ (১২) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। জুনায়েদ স্থানীয় নয়াপাড়া এলাকার নুর হোসেনের ছেলে।
রোববার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীদের কয়েক ঘণ্টার প্রচেষ্টায় ওই মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শ্রীনগর উপজেলার হাসাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সাব্বির আহমেদ নাসিমের মালিকানাধীন ফিলিং স্টেশনটি প্রায় ১ মাস ধরে বন্ধ ছিল। এটি পুনরায় চালু করার জন্য ট্যাংক পরিষ্কার করা হচ্ছিল। সে সময় জুনায়েদের মরদেহ ট্যাংকের ভিতরে দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করেন।
ওই তেলের পাম্পে রাহাত (১২) নামে আলমপুর এলাকার এক ছেলে কাজ করত। জুনায়েদ প্রায়ই এসে রাহাতের সঙ্গে খেলা করত। জুনায়েদের মরদেহ উদ্ধারের সময় রাহাতকে সেখানে পাওয়া যায়নি।
জুনায়েদের মরদেহ কীভাবে তেলের ট্যাংকে এলো, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, মরদেহ উদ্ধারের সময় রাত ১০টার দিকে ট্যাংকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে রাসেল (২২) নামের এক দমকলকর্মীসহ পাঁচজন আহত হয়েছেন। তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আশিকা কবির জানিয়েছেন, আহত চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। একজন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আবুল কালাম আজাদ জানিয়েছেন, তেলের ট্যাংকে শিশুর মরদেহ থাকার খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করি। ট্যাংকে প্রচুর গ্যাস জমে থাকায় ব্যাহত হয় উদ্ধার তৎপরতা। রাত ১০টার দিকে বিস্ফোরণে কয়েকজন আহত হন। পরে ওই মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফিলিং স্টেশনের কাউকে পাওয়া যায়নি।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউয়ুম উদ্দীন চৌধুরী বলেছেন, “জুনায়েদের মরদেহ পাওয়া গেলেও রাহাতকে এখনো পাওয়া যায়নি। মৃতদেহ সেখানে গেল কীভাবে এবং কী ঘটেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/রতন/রফিক