সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার তাগিদ খন্দকার মোশাররফের
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সোমবার কুমিল্লায় স্থানীয় বিএনপি আয়োজিত বিজয় দিবসের বিজয় র্যালি উদ্বোধন করেন খন্দকার মোশাররফ হোসেন
সরকারকে যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ দেওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেছেন, “নির্বাচনের দিন-তারিখ ঠিক করে দিলে জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে। জনগণ নির্বাচনমুখী হলে ছোটখাটো ষড়যন্ত্র সহ্য করবে না। অতীতেও সহ্য করেনি, ভবিষতেও সহ্য করবে না।”
সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবসের বিজয় র্যালি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খন্দকার মোশাররফ হোসেন।
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, “অতি দ্রুত নির্বাচন দিলে জনগণ তাদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারবে। নির্বাচিতরা এ দেশের সার্বভৌমত্বকে আরো শক্তিশালী করবে, সকল ষড়যন্ত্র মোকাবিলা করবে।”
বিএনপির নেতাকর্মীদেরকে সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার আহ্বান জানান তিনি।
এ সময় বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক হাজী আমিন-উর রশিদ ইয়াছিন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজয় র্যালিটি নগরের কান্দিরপাড়ে দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ঢাকা/রুবেল/রফিক