মুচলেকায় ছাড়া পেলেন বিএনপির ৭ নেতাকর্মী
ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফেনী থানা প্রাঙ্গণ
ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুস সাত্তারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সাত নেতাকর্মী আটক হওয়ার পর মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন।
সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এর আগে রোববার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার ধর্মপুর আমিনবাজার এলাকা থেকে তাদের আটক করে সেনাবাহিনী। পরে সকালে ফেনী মডেল থানায় তাদের হস্তান্তর করা হয়।
আটককৃত অন্যরা হলেন- সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সবুজ, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম রাহাত, মো. কাশেম বাচ্চু, জাকের হোসেন ও মো. সাইফ উদ্দিন।
বিমানবন্দর সেনা ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন সাকিব জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ধর্মপুর আমিনবাজার এলাকায় বিজয় দিবস উপলক্ষ্যে হৈ-হুল্লোড় করে মোটরসাইকেল নিয়ে শোডাউন দেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এক পর্যায়ে আমিনবাজার সেনাবাহিনীর ক্যাম্প অতিক্রম করার সময় সেনাবাহিনীর কাজে বাধা হয়ে দাঁড়ায় মিছিলটি। এ সময় সিগন্যাল না মানায় সাত জনকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা।
তিনি বলেন, “আটককৃতদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।”
ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, “সকালে তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়। সন্ধ্যায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।”
ঢাকা/সাহাব উদ্দিন/সনি