ঢাকা     মঙ্গলবার   ১৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ২ ১৪৩১

গোপালগঞ্জে প্রাক-বড়দিনের খাবার খেয়ে শতাধিক শিশু-কিশোর অসুস্থ

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৭, ১৭ ডিসেম্বর ২০২৪   আপডেট: ০৯:১৩, ১৭ ডিসেম্বর ২০২৪
গোপালগঞ্জে প্রাক-বড়দিনের খাবার খেয়ে শতাধিক শিশু-কিশোর অসুস্থ

বিরিয়ানি খেয়ে অসুস্থ শিশুদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রাক-বড়দিনের অনুষ্ঠানের খাবার খেয়ে শতাধিক শিশু-কিশোর অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থ শিশু-কিশোরদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের এজি চার্চে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার কান্দি এজি চার্চে সকাল ৯টা থেকে সংস্থাটির তালিকাভুক্ত ৩২০ জন শিশু-কিশোরকে নিয়ে প্রাক-বড়দিনের অনুষ্ঠানের আয়োজন করে চার্চ কর্তৃপক্ষ। এ সকল শিশু-কিশোরকে দুপুর ২টার দিকে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়। এই বিরিয়ানির প্যাকেট বাড়িতে নিয়ে শিশু-কিশোররা খাওয়ার পরে সন্ধ্যার দিকে তাদের বমি ও পাতলা পায়খানা শুরু হয়। পরবর্তীতে অসুস্থ শিশু-কিশোরদের অভিভাবকরা কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসের। সেখানে শতাধিক শিশু-কিশোরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ধারাবাশাইল গ্রামের বিপুল রায়ের স্ত্রী সাথী রায় বলেন, “আমার চার মেয়ে ইষ্টিলা রায় (১১), এঞ্জেলা রায় (৯), সৃষ্টি রায় (৬) ও পল্লবী রায় (৩) সকালে এজি চার্চের অনুষ্ঠানে যায়। বিকেল সাড়ে ৩টার দিকে ওরা ওই প্রতিষ্ঠানের দেওয়া বিরিয়ানির প্যাকেট নিয়ে বাড়িতে আসে। এরপর তারা ওই খাবার খাওয়ার কিছুক্ষণ পরই বমি ও পাতলা পায়খানা শুরু হয়। এরপর তাদেরকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।” 

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস বলেন, “সন্ধ্যার দিক থেকে হাসপাতালে বমি ও পাতলা পায়খানাজনিত সমস্যা নিয়ে শিশু-কিশোরেরা আসতে থাকে। সময় বাড়ার সাথে সাথে এই রোগীদের চাপ আরো বাড়তে থাকে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি খাদ্যজনিত সমস্যা থেকে এরা অসুস্থ হয়েছে। আমরা আমাদের সাধ্যমত চিকিৎসা দিয়ে যাচ্ছি।”

কান্দি ইউনিয়ন চার্চ অব বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার রিপন কুন্দা মোবাইল ফোনে বলেন, “প্রাক-বড়দিনের সংস্থার তালিকাভুক্ত ৩২০ জন শিশু-কিশোরকে নিয়ে অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠান শেষে স্থানীয় ধারাবাশাইল বাজারের গোবিন্দ বোস হোটেল থেকে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়। এই বিরিয়ানি খেয়ে প্রায় শতাধিক শিশু অসুস্থ হয়ে পড়ে। পরে খবর পেয়ে আমরা এসব অসুস্থ শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে সংস্থার পক্ষ থেকে চিকিৎসা দেই। বিষয়টি আমরা খতিয়ে দেখছি, কেন এমন ঘটনা ঘটলো।”

ঢাকা/বাদল/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়