ঢাকা     রোববার   ২৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৪ ১৪৩২

স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৪, ১৭ ডিসেম্বর ২০২৪  
স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ছুরিকাঘাতে হত্যা করেছে স্বামী। ঘটনার পরপরই নিহতের স্বজনেরা ঘাতক স্বামী নাহিদকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের কনস্টেবলের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম রিনা আক্তার (২২)। তিনি উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের কনস্টেবলের বাড়ির নাদু মিয়ার মেয়ে।
 
আটক মো. নাহিদ হোসেন (২৬) খুলনা জেলার রাজাপুর গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ফার্নিচার মিস্ত্রি। 

স্থানীয় সূত্রে জানা যায়, ৪ বছর আগে নাহিদ ও রিনার বিয়ে হয়। তাদের একটি ছেলে রয়েছে। গত ১০-১৫ দিন আগে নাহিদ স্ত্রী ও ছেলেকে নিয়ে শ্বশুর বাড়িতে আসেন। সোমবার রাতে নাহিদ অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরেন। এনিয়ে স্ত্রী রিনার সাথে তার বাগবিতণ্ডা ও মারামারি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে স্ত্রীর বুকে ছুরিকাঘাত করে নাহিদ। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় রিনার। 

সোনাদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান রানা বলেন, “স্ত্রীকে হত্যা করে তিনি বিছানায় শুয়ে ছিলেন। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে যায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।” 

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে নেশাগ্রস্থ হয়ে তুচ্ছ ঘটনার জের ধরে স্ত্রীকে হত্যা করেছে নাহিদ। তাৎক্ষণিক নিহতের স্বজনেরা অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।”

তিনি আরো বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। মামলার পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঢাকা/সুজন/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়