ঢাকা     মঙ্গলবার   ১৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ২ ১৪৩১

গোপালগঞ্জে সড়কে প্রাণ গেল নছিমন হেলপারের

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ১৭ ডিসেম্বর ২০২৪  
গোপালগঞ্জে সড়কে প্রাণ গেল নছিমন হেলপারের

গোপালগঞ্জে তেল ট্যাংকারের ধাক্কায় মাটি বহনকারী নছিমন হেলপার বায়েজিদ খান (১৪) নিহত হয়েছেন। এ সময় চালকসহ আহত হন আরো দুইজন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বায়েজিদ গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মারুফ খানের ছেলে। 

কাশিয়ানী ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) আবুল হাসেম মজুমদার জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর এলাকায় খুলনাগামী একটি তেল ট্যাংকার মাটি বহনকারী নছিমনকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। 

তিনি আরো জানান, ধাক্কায় নছিমনটি মহাসড়কের উপর উল্টে গিয়ে বায়েজিদ খানসহ ৩ জন আহত হয়। তাদেরকে গোপালগঞ্জ ২৫০- শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে গুরুতর আহত বায়েজিদকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/বাদল/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়