ঢাকা     মঙ্গলবার   ১৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৩ ১৪৩১

নড়াইলে ছাত্রদল নেতাকে হাতুড়ি পেটার অভিযোগ

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২০, ১৭ ডিসেম্বর ২০২৪  
নড়াইলে ছাত্রদল নেতাকে হাতুড়ি পেটার অভিযোগ

মঙ্গলবার দুপুরে মারুফকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেন কয়েকজন ব্যক্তি

নড়াইলের কালিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মারুফ সরদারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

মঙ্গলবার (১৭ডিসেম্বর) দুপুরে উপজেলার চৌরাস্তা মোড় এলাকায় কয়েকজন ব্যক্তি তাকে পিটিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

আহত মারুফ সরদার পৌরসভার চাঁদপুর গ্রামের জামিল সরদারের ছেলে।

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে উপজেলার চৌরাস্তা মোড় এলাকায় ছাত্রদল নেতা মারুফ সরদারকে ৭-৮ জন ব্যক্তি হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেন। পরে তারা দৌঁড়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন মারুফকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেন জরুরি বিভাগের চিকিৎসকরা। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা।

কালিয়া থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান বলেন, “ছাত্রদল নেতার ওপর হামলার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

ঢাকা/শরিফুল/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়