রাজশাহীতে হোটেল থেকে ৬ তরুণ-তরুণী আটক
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২০:৩০, ১৭ ডিসেম্বর ২০২৪
আটক ৬ তরুণ-তরুণী
রাজশাহী নগরের একটি আবাসিক হোটেল থেকে ছয়জন তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করে।
সন্ধ্যায় আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরের লক্ষ্মীপুর মোড়ের আবাসিক হোটেল গ্যালাক্সিতে এ অভিযান চালানো হয়। হোটেলটি থেকে তিনজন তরুণ এবং তিনজন তরুণীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।
ঢাকা/কেয়া/বকুল