নাচোলে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার মল্লিকপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাচোল উপজেলার খলসি গ্রামের এজাবুল হকের ছেলে মাসুদ (২০) ও চাঁদপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রায়হান (১৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। এ সময় ছুরিকাঘাতে মাসুদ ও রায়হান আলী নিহত হন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/শিয়াম/রাজীব