নরসিংদীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১
নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এক জন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আরো দুই জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম মো. রনি (৩২)। তিনি পাঁচদোনা এলাকার শাহীন মিয়ার ছেলে। আহত অন্যরা হলেন- একই এলাকার আলম মিয়া (৫৫) ও শুভ (১৯)।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে স্থানীয় বিএনপি নেতা মো. লাল মিয়া ও মোসাদ্দেক হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষকারীরা টায়ারে আগুন জ্বালিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক জন গুলিবিদ্ধসহ তিন জন আহত হয়েছেন।’’
ঢাকা/হৃদয়/রাজীব