ঢাকা     বুধবার   ১৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৩ ১৪৩১

ফরিদপুরে মাঠ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার 

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৩, ১৮ ডিসেম্বর ২০২৪  
ফরিদপুরে মাঠ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার 

ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কাউলীকান্দা কেষ্টখালী ব্রিজের পাশ থেকে অজ্ঞাত এক নারীর (২৪ ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে স্থানীয় হাফেজ মোল্যার জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা অজ্ঞাত এক নারীর মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মরদেহের গলায় তার পেঁচানো অবস্থায় রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় অন্য কোনো জায়গায় হত্যা করে এখানে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার দাস বলেন, “ধারণা করা হচ্ছে দূরে কোথাও মেরে অজ্ঞাত ওই নারীকে এখানে ফেলে রেখে চলে গেছে দুর্বৃত্তরা। আমরা মরদেহটি এখনো শনাক্ত করতে পারিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

ঢাকা/তামিম/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়