ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বসতবাড়িতে আগুন, তালাবদ্ধ ঘরে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১২, ১৮ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১১:২৩, ১৮ ডিসেম্বর ২০২৪
বসতবাড়িতে আগুন, তালাবদ্ধ ঘরে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে বসতবাড়িতে লাগা আগুনে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর দত্তপাড়া হাজী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মিরাজ (৭)। সে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার মইদাম গ্রামের খোরশেদ আলমের ছেলে। শিশুটি পরিবারের সঙ্গে দত্তপাড়া হাজী মার্কেট এলাকায় লতা বেগমের ভাড়া বাসায় থাকত।

আরো পড়ুন:

নিহতের স্বজন, পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার রাতে খাবার খেয়ে দাদির সঙ্গে ঘুমিয়ে পড়ে মিরাজ। এর কিছুক্ষণ পর ঘরে তালা দিয়ে বাইরে যায় শিশুটির দাদি। হঠাৎ ওই ঘরে আগুন লেগে যায়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

এ সময় বসতবাড়ির অন্যরা বাইরে বেরিয়ে আসলেও তালাবদ্ধ ঘর থেকে বের হতে পারেনি মিরাজ। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে তালাবদ্ধ ঘর থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আগুন বসতবাড়ির ৭টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, ‘‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।’’

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। দগ্ধ শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’

ঢাকা/রেজাউল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়