ঢাকা     বুধবার   ১৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৩ ১৪৩১

টাঙ্গাইলে সড়কে প্রাণ গেল ২ মাদ্রাসা শিক্ষার্থীর

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২১, ১৮ ডিসেম্বর ২০২৪  
টাঙ্গাইলে সড়কে প্রাণ গেল ২ মাদ্রাসা শিক্ষার্থীর

টাঙ্গাইলের মধুপু‌রে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলের চালক ইমাম হাবিবুর রহমান (২০) ও আরোহী মুয়াজ্জিন হাসান শিরাজী (১৮) নিহত হয়েছেন।

বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে মধুপুর পাহাড়ি বনাঞ্চলের টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে বড়বাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমাম হাবিবুর রহমান শেরপুর জেলার ঝিনাইগা‌তি উপ‌জেলার শালচুড়া গ্রা‌মের জালাল উদ্দি‌নের ছে‌লে ও মুয়াজ্জিন হাসান শিরাজী টাঙ্গাইলের নাগরপুর উপ‌জেলার মুরাদপ‌ট্টি চুয়া‌লিপাড়া গ্রা‌মের শ‌হিদুল শিকদারের ছে‌লে। তারা মধুপুর উপ‌জেলার কাকরাইদ রামকৃষ্ণবা‌ড়ি মস‌জি‌দের ইমাম-মোয়া‌জ্জিন ছিলেন। এছাড়া তারা দুইজন বড়বাইদ এলাকার জা‌মিয়া ইসলা‌মিয়া সৈয়দ আহম‌াদিয়া দাওরা‌য়ে হা‌দিস মাদ্রসা ও এতিমখানার শিক্ষার্থী ছিলেন। 

স্থানীয়রা জানান, দুইজন মাদ্রাসার শিক্ষার্থী পড়া‌শোনার পাশাপাশি কাকরাইদ রামকৃষ্ণবা‌ড়ি মস‌জি‌দের ইমাম‌তি ও মোয়া‌জ্জি‌নের দা‌য়িত্ব পালন কর‌তেন। ভো‌রে মস‌জি‌দে আযান দেওয়ার জন‌্য মাদ্রাসা থে‌কে তারা মোটরসাইকেল‌ যো‌গে মস‌জি‌দের দি‌কে যা‌চ্ছিলেন। এ সময় বিপ‌রীত দিক থে‌কে আসা পিকআপ তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকে‌লে থাকা মোয়া‌জ্জিন ও ইমাম গুরুতর আহত হন। ‌প‌রে তাদের উদ্ধার ক‌রে ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নেওয়ার প‌থে তা‌দের মৃত‌্যু হয়। 

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর জানান, ভোরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক ইমাম ও মোয়াজ্জিনকে উদ্ধার করে ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নেওয়ার প‌থে তা‌দের মৃত‌্যু হয়। এ ঘটনায়  পিকআপ জব্দ করা গেলেও চালকও তার সহকারী পালিয়ে গেছেন। 

ঢাকা/কাওছার/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়