ঢাকা     বুধবার   ১৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৩ ১৪৩১

শ্রীপুরে মহাসড়ক অবরোধ করে জুবায়েরপন্থিদের বিক্ষোভ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫২, ১৮ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৫:০১, ১৮ ডিসেম্বর ২০২৪
শ্রীপুরে মহাসড়ক অবরোধ করে জুবায়েরপন্থিদের বিক্ষোভ

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন জুবায়েরপন্থিরা

গাজীপুরের টঙ্গীতে ইজতেমা মাঠের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে জড়িতদের বিচার ও ইজতেমা মাঠ জুবায়েরপন্থিদের বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জুবায়েরপন্থি অনুসারীরা।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন জুবায়েরপন্থিরা। প্রায় এক ঘণ্টা পর মহাসড়ক থেকে সড়ে যান তারা।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘‘ইজতেমা ময়দানে দুই পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় জুবায়েরপন্থিরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।’’

ঢাকা/রফিক/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়