দিনাজপুরে ৪৪ লাখ টাকার নিষিদ্ধ ট্যাবলেটসহ আটক ২
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দিনাজপুরের ঘোড়াঘাটে ২২ হাজার পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ওই ট্যাবলেটের বাজার মূল্য ৪৪ লাখ টাকা।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে উপজেলার ৪নং ইউনিয়নের কামদিয়া রোড রনির করাত কল সংলগ্ন পাকা রাস্তার উপরে চেকপোস্ট বসিয়ে নিষিদ্ধ ট্যাবলেটসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আইভাঙ্গী গ্রামের আব্দুল মান্নানের ছেলে আবু হায়াত (৩৭) ও দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার মিতালি গুচ্ছ গ্রামের সেকেন্দার আলীর ছেলে আঁখিনূর মিয়া (৩৬)।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট উপজেলার কামদিয়া রোড দিয়ে মাদকের বড় একটি চালান প্রবেশ করবে এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টহল দল চেকপোস্ট বসায়। এ সময় ২২ হাজার পিস নিষিদ্ধ ট্যাবলেট ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।
তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজ বুধবার তাদেরকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
ঢাকা/মোসলেম/ইমন