ঢাকা     বুধবার   ১৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৪ ১৪৩১

২৬ কচ্ছপসহ আটক নারীকে এক বছরের কারাদণ্ড

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৬, ১৮ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৫:২৯, ১৮ ডিসেম্বর ২০২৪
২৬ কচ্ছপসহ আটক নারীকে এক বছরের কারাদণ্ড

পটুয়াখালীর গলাচিপায় ২৬টি কচ্ছপসহ তাপসী রানী (৪০) নামের এক নারীকে আটক করেছে বন বিভাগ। বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার সুহুরী বিজ্র সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ সময় ওই নারীকে কচ্ছপ পাচারের দায়ে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা। পরে কচ্ছপগুলো রাবনাবাদ নদীতে অবমুক্ত করা হয়।

উদ্ধারকৃতদের কচ্ছপের মধ্যে ৯টি সুন্ধি ও ১৭টি ধুর কচ্ছপ। আটক তাপসী রানী পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বাহের চর গ্রামের বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাছিম রেজা বলেন, ‘‘তাপসী রানী দীর্ঘদিন ধরে কচ্ছপ পাচারের সঙ্গে জড়িত। উদ্ধারকৃত কচ্ছপগুলো তিনি রাঙ্গাবালী থেকে খুলনায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন।’’

ঢাকা/ইমরান/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়