ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাঁপাইনবাবগঞ্জে ২ কিশোর হত্যা রাজনৈতিক কারণে নয়: পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৮, ১৮ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৭:০৯, ১৮ ডিসেম্বর ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে ২ কিশোর হত্যা রাজনৈতিক কারণে নয়: পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে দুই কিশোর হত্যার ঘটনা রাজনৈতিক কারণে নয়, বরং একটি পক্ষ হত্যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রোপাগান্ডা চালাচ্ছে বলে দাবি করেছে পুলিশ। 

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলেনে এমন দাবি করেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) আবুল কালাম সাহিদ।

আরো পড়ুন:

আরো পড়ুন: নাচোলে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ 

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মল্লিকপুরে ছুরিকাঘাতে মারা যান একই উপজেলার খোলসি গ্রামের এজাবুল হকের ছেলে মাসুদ রানা ও চাঁদপাড়ার আব্দুর রহিমের ছেলে রায়হান আলী। ওই ঘটনায় আহত হন আরো চারজন।

নিহতদের ছাত্রলীগের নেতা দাবি করে রাতেই বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক ভেরিফাইড পেজে দাবি করা হয়, জয় বাংলা স্লোগান লেখার কারণে হত্যা করা হয়েছে তাদের। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকগুলো ফটো কার্ড ও ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে। 

সংবাদ সম্মেলনে আবুল কালাম সাহিদ দাবি করেন, “মল্লিকপুরের আব্দুস সালাম ও শাহীন আলীর মধ্যে পেয়ারা বাগান নিয়ে বিরোধ ছিল। এরই জেরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় মারা যান মাসুদ ও রায়হান। এর আগে, মল্লিকপুর জিয়া সাংষ্কৃতিক পরিষদের বিজয় দিবসের একটি অনুষ্ঠান দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।” 

তিনি আরো বলেন, “নিহতদের রাজনৈতিক কোনো পরিচয় পাওয়া যায়নি। পাশাপাশি জয় বাংলা লেখার জন্য তাদের হত্যা করা হয়েছে এমন তথ্যও পায়নি পুলিশ। এ নিয়ে যারা প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” 

অতিরিক্ত পুলিশ সুপার জানান, হত্যার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ দুই জনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি এলাকাতেও তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।

ঢাকা/মেহেদী/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়