ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে ৮ দিনব্যাপী বইমেলা শুরু

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৯, ১৮ ডিসেম্বর ২০২৪  
রাজশাহীতে ৮ দিনব্যাপী বইমেলা শুরু

রাজশাহীতে আট দিনব্যাপী বিভাগীয় বইমেলা শুরু হয়েছে। রাজশাহী কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে প্রধান অতিথি হিসেবে বেলুন-ফেস্টুন উড়িয়ে বইমেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) রেজাউল আলম সরকার সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন, পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক আলমগীর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।

আরো পড়ুন:

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও রাজশাহী বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় জাতীয় গ্রন্থকেন্দ্র এ বইমেলার আয়োজন করেছে। আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন কর্মদিবসে বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। সরকারি ছুটির দিন মেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৮টা। 

মেলা চলাকালে বিভাগের ৮ জেলা থেকে আগত শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় প্রতিদিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, শিশু-কিশোরদের কুইজ, চিত্রাঙ্কন ও অন্যান্য প্রতিযোগিতাসহ নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন থাকবে।

মেলাকে আরও প্রাণবন্ত করে তোলার জন্যে প্রতিদিন আলোচনা সভারও আয়োজন করা হবে। সভায় বিষয়ভিত্তিক প্রবন্ধ পাঠ হবে এবং এর উপর হবে বিদগ্ধ আলোচনা। এই মেলায় ৮টি সরকারি, স্থানীয় ২টি, ঢাকার ৭৩টি ও ৬টি সেবাধর্মী স্টল ও প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করেছে। বইমেলার উদ্বোধনী দিনে মেলাচত্বরে পুস্তকপ্রেমীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

ঢাকা/কেয়া/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়