ঢাকা     বুধবার   ১৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৪ ১৪৩১

পানি দিয়ে এলপি গ্যাস সিলিন্ডার ফিলিং, আটক ৩

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৯, ১৮ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২০:২০, ১৮ ডিসেম্বর ২০২৪
পানি দিয়ে এলপি গ্যাস সিলিন্ডার ফিলিং, আটক ৩

খুলনা মহানগরীর বৌ বাজারের একটি গুদাম থেকে তিনজনকে পানি দিয়ে এলপি গ্যাস সিলিন্ডার ফিলিং করার সময় আটক করে সেনাবাহিনী

খুলনা মহানগরীর বৌ বাজারের একটি গুদামে সেনাবাহিনী অভিযান চালিয়ে পানি দিয়ে এলপি গ্যাস সিলিন্ডার ফিলিং করার অভিযোগে তিনজনকে আটক করেছে। 

বুধবার (১৮ ডিসেম্বর) মধ্যরাতে এই অভিযান পরিচালনা করা হয় বলে সাংবাদিকদের জানান খুলনা সদর ক্যাম্প কমান্ডার মেজর নাজমুল আহসান।

সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর খুলনা সদর ক্যাম্পের কমান্ডার মেজর নাজমুল আহসানের নেতৃত্বে অভিযান চালিয়ে পানি ভর্তি ১০টি ছোট সিলিন্ডার, ১১টি বড় খালি সিলিন্ডার, ৫৫টি ছোট সিলিন্ডার, দুটি ওয়েট মেশিন, একটি মোটর, একটি হটগান, বিভিন্ন গ্যাস কোম্পানির নকল সিল ও ক্যাপ, একটি ফায়ার ইষ্টিংগুইসার জব্দ করে। এসময় তিনজনকে আটক করা হয়। তারা রাতে নকল এলপি গ্যাসের কারখানায় সিলিন্ডার ফিলিং করে বিভিন্ন দোকানে সরবরাহ করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আটককৃতদের সোনাডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে। 

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়