ঢাকা     বুধবার   ১৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৪ ১৪৩১

এবারের নির্বাচন কমিশন হবে পক্ষপাত মুক্ত: বদিউল আলম 

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৪, ১৮ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২১:৪২, ১৮ ডিসেম্বর ২০২৪
এবারের নির্বাচন কমিশন হবে পক্ষপাত মুক্ত: বদিউল আলম 

বুধবার রাতে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। 

তিনি বলেন, “অতীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন চাপে ছিল। এবার তেমন পরিস্থিতি নেই। নির্বাচন কমিশন এবার পক্ষপাত মুক্ত হবে।”

বুধবার (১৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আরো পড়ুন:

বদিউল আলম মজুমদার বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের মাঠও থাকবে সমতল। সব রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন হবে উৎসবমুখর।”

 তিনি আরো বলেন, “এবারের কমিশনে নির্বাচন কর্মকর্তা সংশ্লিষ্টদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।”

২৪-এর গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, “এই বিপ্লবে নতুন মাত্রা যুক্ত করেছেন রংপুরের শহীদ আবু সাঈদ। আবু সাঈদের আত্মত্যাগের কারণে সারা দেশে আন্দোলন বেগবান হয়েছিল। যে কারণে শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হয়েছিলেন। তার অবদান সারা দেশের মানুষ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।”

এসময় সুজনের রংপুর মহানগর ও জেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা/আমিরুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়