ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৪ ১৪৩১

সাতক্ষীরায় সাড়ে ১০ কেজি ভারতীয় গহনাসহ আটক ২

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৭, ১৯ ডিসেম্বর ২০২৪   আপডেট: ০৮:৫৯, ১৯ ডিসেম্বর ২০২৪
সাতক্ষীরায় সাড়ে ১০ কেজি ভারতীয় গহনাসহ আটক ২

সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত এলাকা থেকে সাড়ে ১০ কেজি ভারতীয় রুপার গহনা ও একটি মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করেছে বিজিবি। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের জাহাঙ্গীর মন্ডলের ছেলে জাকির মন্ডল (২৮) ও সাহাপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে তামিম হোসেন (১৭)।

বিজিবি সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বলেন, ‘‘ভারত থেকে বাংলাদেশে রুপার গহনা পাচার হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে তলুইগাছা সীমান্ত এলাকায় অবস্থান নেয় বিজিবি। এ সময় মোটরসাইকেল আরোহী দুই যুবককে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে তাদের চ্যালেঞ্জ করে আভিযানিক দল। পরবর্তীতে মোটরসাইকেল তল্লাশি করে সিট কাভারের নিচে ফিটিং ও স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় সাড়ে ১০ কেজি ভারতীয় রুপার গহনা জব্দ করা হয়। জব্দকৃত রুপার গহনাসহ মোটরসাইকেলের বাজারমূল্য প্রায় ২৪ লাখ ৬ হাজার টাকা।’’

ঢাকা/শাহীন/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়