কক্সবাজারে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে টইটং ইউনিয়নের হাজির বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- অটোরিকশার চালক পেকুয়া উপজেলার টৈটং ধনিয়াকাটার মনিরুল মান্নান, চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা ফিরোজ আহমদ, তার স্ত্রী শারমিন জান্নাত ও তাদের ৬ মাসের শিশু জাহেদ। নিহত অপরজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে পেকুয়া থেকে চট্টগ্রামমুখী একটি সিএনজিচালিত অটোরিকশা আঞ্চলিক মহাসড়কের হাজিবাজার স্টেশনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। আশপাশের লোকেরা অটোরিকশার ৫ যাত্রীকে উদ্ধার করে পেকুয়া উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, সকালে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে চিকিৎমাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে।
ঢাকা/তারেকুর/ইমন