ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে আহত ২০

খাগড়াছড়ি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১১, ১৯ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১১:১৫, ১৯ ডিসেম্বর ২০২৪
খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে আহত ২০

খাগড়াছড়িতে একটি পর্যটকবাহী বাস উল্টে ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে আলুটিলা পুনর্বাসন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে গোমতী গোল্ডেন এক্সপ্রেস পরিবহনের একটি বাসে ঢাকা থেকে সাজেকের উদ্দেশে রওয়ানা দেন ৪০ জন পর্যটক।

আরো পড়ুন:

বৃহস্পতিবার ভোরে খাগড়াছড়ি আলুটিলা পুনর্বাসন এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ২০ যাত্রী আহত হন। তারা সবাই রাজবাড়ীর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় বাসিন্দা। আহতদের পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়।

খাগড়াছড়ি সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মীর মোশারফ হোসেন বলেন, ‘‘আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দুই-তিনজন ছাড়া কারো আঘাত গুরুতর নয়।’’

ঢাকা/রূপায়ন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়