ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৪ ১৪৩১

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ১৯ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১১:৩১, ১৯ ডিসেম্বর ২০২৪
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মো. সোহেল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে নগরীর হাজী মুহাম্মদ মুহসিন রোডে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত সোহেল সাতক্ষীরার আনুলিয়া রাজাপুরের বাসিন্দা খালেক কারিগরের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।

স্থানীয়রা বরাত দিয়ে পুলিশ জানান, রাত ৮টার দিকে নগরীর হাজী মুহাম্মদ মুহসিন রোডে দুর্বৃত্তরা সোহেলকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি তার পিঠের ডান পাশে লেগে বুকের বাম পাশ দিয়ে বের হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল গিয়াস হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, ৩-৪ দিন আগে সোহেলের সঙ্গে কয়েকজন যুবকের হাতাহাতির ঘটনা ঘটেছিল। ধারণা করা হচ্ছে তার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে।

নিজস্ব প্রতিবেদক, খুলনা  


সর্বশেষ

পাঠকপ্রিয়