মুন্সীগঞ্জে আগুনে পুড়ে ছাই ৩০ দোকান
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৩০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন আলী আহমদ মার্কেটে এ আগুন লাগার ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও পুড়ে ছাই হয় অন্তত ৩০টি দোকান।
আগুন লাগা মার্কেটের মালিক আলী আহমেদ বলেন, “বুধবার গভীর রাতে আগুন লাগে। আগুন মুহূর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা করে সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে মার্কেটের ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দোকান থেকে ব্যবসায়ীরা কোনো মালামালই বের করতে পারিনি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।”
এ বিষয়ে গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার রিফাত মল্লিক বলেন, “প্রাথমিকভাবে ধারণা করছি বাজারের একটি সেলুনের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আশপাশের মুদি দোকান, ডিমের দোকান, প্লাস্টিকের দোকান ও হার্ডওয়্যারের দোকান, কাঁচামাল, ফার্মেসিসহ অন্তত ৩০টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।”
তিনি আরো বলেন, “চারটি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে আগুনে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্তের পর জানা যাবে।”
ঢাকা/রতন/ইমন