ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৫ ১৪৩১

তালায় দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৪, ১৯ ডিসেম্বর ২০২৪  
তালায় দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

ফাইল ফটো

সাতক্ষীরার তালায় দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তির নাম রমজান সরদার (৩৬)। তিনি ঢ্যামশাখোলা গ্রামের মোজাম সরদারের ছেলে।

আহত সাংবাদিকরা হলেন- দৈনিক আমাদের কণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আক্তারুল ইসলাম ও সাতক্ষীরা সকাল পত্রিকার প্রতিনিধি আতাউর রহমান।

আরো পড়ুন:

আক্তারুল ইসলাম বলেন, ‘‘এক আত্মীয়ের জমি সংক্রান্ত বিরোধ নিয়ে শালিসের তারিখ ধার্য ছিল আজ। আমরা সেই শালিসে হাজির হলে হামলা চালানো হয়। পরে স্থানীয়রা আহতাবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।’’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রমজান সরদার বলেন, ‘‘দুই সাংবাদিককে শালিসে না থাকার জন্য বলেছিলাম। তারা কথা না শোনায় বাকবিতণ্ডার একপর্যায়ে মারামারি শুরু হয়। এ ঘটনায় আমি নিজেও আহত হয়েছি।’’

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, ‘‘বিষয়টি শুনেছি। তবে, এ ঘটনায় লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/শাহীন/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়