ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৫ ১৪৩১

লক্ষ্মীপুরে ছাত্রহত্যায় যুবলীগ ক্যাডার আরজু গ্রেপ্তার 

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৫, ১৯ ডিসেম্বর ২০২৪  
লক্ষ্মীপুরে ছাত্রহত্যায় যুবলীগ ক্যাডার আরজু গ্রেপ্তার 

গ্রেপ্তার আশরাফ উদ্দিন আরজু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করে ছাত্র হত্যাসহ একাধিক মামলার আসামি লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও যুবলীগ ক্যাডার হিসেবে পরিচিত আশরাফ উদ্দিন আরজুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের উত্তর মজুপুরে এলাকার বাসা থেকে আরজুকেক গ্রেপ্তার করা হয়। পরে আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে ৭ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে চার শিক্ষার্থীকে হত্যা মামলার ঘটনায় গত ৫ আগস্টের পর থেকে গা ঢাকা দিয়েছিলেন তিনি।

আরো পড়ুন:

লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ ও বাজারের তমিজ মার্কেট এলাকায় গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ ও হামলা চালান আরজু। সাবেক যুবলীগ নেতা, স্থানীয় চেয়ারম্যান এ কে এম সালাউদ্দিন টিপুর সহযোগী হিসেবে তিনি এ হামলায় অংশ নেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে সাদ আল আফনান, ওসমান গনি ও সাব্বির হোসেনসহ চার শিক্ষার্থী নিহত হন। তিন শতাধিক মানুষ গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ ঘটনায় লক্ষ্মীপুর সদর মডেল থানায় কয়েকটি মামলা দায়ের করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় আরও একাধিক মামলার আসামি আশরাফ উদ্দিন আরজু।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করে চার শিক্ষার্থী হত্যা মামলায় আরজুকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তার বিরুদ্ধে ছাত্রহত্যা, পুলিশের উপর হামলাসহ একাধিক মামলা রয়েছে।

আশ্রাফ উদ্দিন আরজু ২০১৯ সালে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পুলিশের উপর হামলা ঘটনায় পুলিশের দায়ের করা মামলার আসামি। এছাড়াও ২০১৬ সালের লক্ষ্মীপুর সদর থানার একটি হত্যাচেষ্টা মামলার আসামি তিনি।

ঢাকা/জাহাঙ্গীর/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়