ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৫ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে ২ কিশোর হত্যা: ২ আসামি ২ দিন রিমান্ডে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৬, ১৯ ডিসেম্বর ২০২৪  
চাঁপাইনবাবগঞ্জে ২ কিশোর হত্যা: ২ আসামি ২ দিন রিমান্ডে

গ্রেপ্তার আজিজুল হক ও তাসিম

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ছুরিকঘাতে দুই কিশোর হত্যা মামলার দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে নাচোল আমলি আদালতের বিচারক ঈশিতা শবনম এ আদেশ দেন।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ও মামলার তদন্ত কর্মকর্তা নাচোল থানার উপপরিদর্শক (এসআই) দেওয়ান আলমগীর হোসেন এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাতে নাচোল উপজেলার মল্লিকপুরে ছুরিকাঘাতে মারা যান একই উপজেলার খোলসী গ্রামের এজাবুল হকের ছেলে মাসুদ রানা ও চাঁদপাড়ার আব্দুর রহিমের ছেলে রায়হান আলী। ওই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। পূর্ব বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে তারা হতাহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ওই রাতেই পুলিশ সন্দেহভাজন হিসেবে মল্লিকপুরের আজিজুল হক ও তাসিমকে। পরে বুধবার রাতে নিহত মাসুদ রানার বাবা এজাবুল হক বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় আজিজুল ও তাসিমকে আসামি করা হয়।

আরো পড়ুন:

মামলার তদন্ত কর্মকর্তা দেওয়ান আলমগীর হোসেন জানান, এজাহারনামীয় আসামি আজিজুল ও তাসিমকে আদালতে সোপার্দ কর সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

নাচোল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার থেকে আজিজুল ও তাসিমের রিমান্ড শুরু হবে। শুক্রবার রাত পর্যন্ত পুলিশের রিমান্ডে থাকবেন তারা। রিমান্ডে তাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে তিনি আশা করছেন।

১৮ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করা হয়।

হত্যাকাণ্ডের এর এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ওসি মনিরুল ইসলাম। বৃহস্পতিবার পুলিশ সুপার মো. রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঢাকা/শিয়াম/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়